ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সহকারী জজে দেশসেরা বরিশালের সাদিয়া

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২৩:৪৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

সহকারী জজে দেশসেরা বরিশালের সাদিয়া

ছবি : সংগৃহীত

১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারাদেশের মধ্যে প্রথমস্থান অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। 

টানা চতুর্থবার প্রথমস্থান অর্জনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার প্রথমস্থান অধিকার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এএম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, হালিমাতুস সাদিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। সাদিয়ার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে।

এবার চুড়ান্ত নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে মনোনীত ১০২ জনের তালিকা প্রকাশ করা হয়। তালিকা থেকে প্রাথমিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী জজ হিসেবে মনোনীত তিন শিক্ষার্থীর নাম জানা গেছে। বাকি দুইজন হলেন-আইন বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী সুব্রত পোদ্দার ও ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নূর-ই-নিশাত। তাদের মেধারক্রম ৪৭ তম ও ৫২ তম। 

সহকারী জজ পরীক্ষায় প্রথমস্থান অর্জনকারী হালিমাতুস সাদিয়া বলেন, এই অর্জন শুধু আমার একার নয়; মা-বাবা, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার। সবচেয়ে আনন্দ লাগছে এই ভেবে যে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, দারুণ একটি সু-সংবাদ পেয়ে আমরা অভিভূত ও অত্যন্ত আনন্দিত। নানান প্রতিবন্ধকতা জয় করে আমাদের শিক্ষার্থীরা যেকোনো জায়গায় যোগ্যতার প্রমাণ করতে পারে তারই উদাহরণ সহকারী জজে চূড়ান্ত পরীক্ষায় প্রথমস্থান অর্জন করা। 

তিনি আর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নানান সংকট থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা যোগ্যতার প্রমাণ করতে সচেষ্ট। এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে টানা চারবার বিজেএস পরীক্ষায় প্রথম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরমধ্যে ১৩ তম বিজেএস পরীক্ষায় শিউলী নাহার, ১৪ তম বিজেএসে সুমাইয়া নাসরিন, ১৫ তম বিজেএসে আশিক উজ জামান এবং ১৬ তম বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান। 

তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে ফেলে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।
 

হীরা/মো. মহিউদ্দিন

×