ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নেবে বিশেষ পেশায়, আবেদন অনলাইনে

প্রকাশিত: ২০:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নেবে বিশেষ পেশায়, আবেদন অনলাইনে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বাহিনী ‘সৈনিক’ পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় কর্মী নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

*এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে।

*কুক পেশার জন্য রান্নায় পারদর্শী হতে হবে।

*ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেট) পারদর্শী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

*পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশার ক্ষেত্রে পেইন্টিংয়ের কাজে পারদর্শী হতে হবে।

*কার্পেন্টার পেশার ক্ষেত্রে কাঠমিস্ত্রির কাজে দক্ষতা থাকতে হবে।

*টিন স্মিথ পেশার ক্ষেত্রে ঝালাইয়ের কাজে দক্ষতা থাকতে হবে।

*নারী ও পুরুষ উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে ও অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা—

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি;
 
নারী প্রার্থীর ক্ষেত্রে: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। 

প্রার্থীর বয়স: ১৭ থেকে ২০ বছর (১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে)। তবে কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিলযোগ্য;

প্রার্থী নির্বাচনপদ্ধতি—

কয়েক ধাপে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে;

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা  http://sainik.teletalk.com.bd/ এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। কোনো কারণে তা করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করার সুযোগ থাকবে না;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন

 

ফুয়াদ

×