ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে সংঘবদ্ধ চক্রের এক সদস্য আটক

প্রকাশিত: ২০:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে সংঘবদ্ধ চক্রের এক সদস্য আটক

ছ‌বি: সংগৃহীত

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মটর ট্রান্সপোর্ট (এমটি) অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষায় কাওলা সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অন্যের প্রক্সি পরীক্ষা দিতে এসে সংঘবদ্ধচক্রের এক সদস্য আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পরে তাকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়।  

আটককৃত আসামী মেহেদী হাসান (২৮) উক্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী মো: রিয়াদ উদ্দিন নাহিদ এর প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করে। উক্ত কেন্দ্রের পরিদর্শক হিসেবে দায়িত্বে থাকা বিমান এর সহকারী ব্যবস্থাপক কাজী রাজীব হোসেন পরীক্ষার্থীর প্রবেশপত্রের সাথে চেহারার মিল না পাওয়ায়  আসামি মেহেদী হাসান কে আটক করে।

জিজ্ঞাসাবাদে আসামি অপর পালাতক আসামি মো: রিয়াদ উদ্দিন নাহিদ এর পক্ষে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা স্বীকার করে। বিমানবন্দর থানার পুলিশ এসে আসামি মেহেদী হাসান কে গ্রেফতার করে।   

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশংকা করছে যে, একটি সংঘবদ্ধ চক্র পুর্বপরিকল্পিত ভাবে বিমান বাংলাদেশ এয়ারইলাইন্স এর বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত এবং উপরোক্ত আসামি উক্ত চক্রের সক্রিয় সদস্য। 

উল্লেখ্য, বিগত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে উক্ত সংঘবদ্ধ চক্রের তিন জন সদস্যকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিস এসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষায় তিনটি কেন্দ্রে প্রক্সি পরীক্ষা ও মোবাইল ডিভাইসের সাহায্যে বাহির থেকে উত্তর সংগ্রহ করার অপরাধে হাতেনাতে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ করে এজাহার দায়ের করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যেকোন অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিপালন করে তাই সর্বসাধারণ কে স্যোশাল মিডিয়াসহ যেকোন মাধ্যমে অবৈধভাবে  নিয়োগের প্রলোভনের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। 

রিফাত

×