![বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/8-2502071309.jpg)
বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক পরিবচালিত প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন বিষয়ের জন্য নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. উচ্চাঙ্গ সংগীত-২ জন। ২. রবীন্দ্র সংগীত-২ জন। ৩. নজরুল সংগীত, দেশাত্মবোধক সংগীত ও আধুনিক সংগীত-১০ জন। ৪. লোকসংগীত-৪ জন। ৫. ভরতনাট্যম-১ জন।৬. কথক নৃত্য-১ জন। ৭. মণিপুরী নৃত্য-১ জন। ৮. সৃজনশীল ও লোকনৃত্য-৬ জন। ৯. কম্পিউটার (বেসিক ট্রেইনিং)-১ জন। ১০. কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট: ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন-১ জন। ১১. গিটার-৩ জন। ১২. তবলা-২ জন। ১৩. বেহালা-১ জন। ১৪. ইংরেজি ভাষা শিক্ষা-৩ জন। ১৫. সুন্দর হাতের লেখা-২ জন। ১৬. দাবা-১ জন। ১৭. আবৃত্তি ও উপস্থাপনা শৈলী-৭ জন। ১৮. চিত্রাঙ্কন ও সৃজন-১৫ জন। ১৯. নাট্যকলা-২ জন। ২০. বাঁশি-১ জন। খণ্ডকালীন তালযন্ত্র সহকারী: তবলা-১৬ জন।
বিস্তারিত জানুন: www.shishuacademy.gov.bd
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫ বিকেল ৫ টা।