ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

বাংলাদেশ চা বোর্ড

প্রকাশিত: ১৮:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ চা বোর্ড

বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত মৌলভীবাজার জেলায় অবস্থিত বিভিন্ন চা বাগানের জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগের নিমিত্ত দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: মহাব্যবস্থাপক। পদ সংখ্যা: ১টি। বেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে কোনো প্রতিষ্ঠিত চা বাগানে ব্যবস্থাপক পদে কমপক্ষে ৫ বছর এবং উপব্যবস্থাপক/সহকারী ব্যবস্থাপক পদে কমপক্ষে ৫ বছরসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: উপব্যবস্থাপক। পদ সংখ্যা: ২টি। বেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক। বিএসসি (সম্মান), এমএসসি- উদ্ভিদ বিজ্ঞান/মৃত্তিকা বিজ্ঞান/কৃষিতত্ত্ব/ফরেষ্ট্রি বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা: সহকারী ব্যবস্থাপক/উপব্যবস্থাপক হিসাবে কোনো প্রতিষ্ঠিত চা বাগানে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মাঠ)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০/-। গ্রেড: ৮ম। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ। বিএসসি (অনার্স)- উদ্ভিদ বিজ্ঞান/মৃত্তিকা বিজ্ঞান/কৃষিতত্ত্ব বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে।
৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারখানা)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০/-। গ্রেড: ৮ম। শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ডিপ্লোমা (মেকানিকাল ইঞ্জিনিয়ার) বিষয়ে ডিগ্রি থাকতে হবে। বয়স: ২১-৩৫ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যোগ্যতা: সহকারী ব্যবস্থাপক (কারখানা)- এর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠিত চা বাগানের কারখানায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদন করার পদ্ধতি: প্রার্থীর পুরো নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স (২১/০১/২০২৫ তারিখে), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা ও ধর্ম লিপিবদ্ধ করে বৈধ কাগজপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবিসহ আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ডকে সম্বোধন করে নির্দিষ্ট তারিখে অফিস চলাকালীন দাখিল করতে হবে।
বিস্তারিত জানুন: ww.teaboard.gov.bd
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫ বিকেল ৫ টা।

×