ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ

প্রকাশিত: ১৮:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ-তে জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম ও পদসংখ্যা:
১. পদ: সহকারী পরিচালক, সংখ্যা: ৯টি। ২. পদ: সহকারী প্রকৌশলী, সংখ্যা: ১২টি। ৩. পদ: নদী জরিপকারী, সংখ্যা: ৬টি। ৪. পদ: সহকারী নৌ-স্থপতি এবং  প্রকল্প কর্মকর্তা, সংখ্যা: ২টি।  ৫. পদ: সহকারী টাইডাল এনালিস্ট, সংখ্যা: ১টি। ৬. পদ: সহকারী তড়িৎ প্রকৌশলী/সহকারী তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন), সংখ্যা: ৩টি। ৭. পদ: প্রধান প্রশিক্ষক (ইঞ্জিন), সংখ্যা: ১টি। ৮. পদ: সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল), সংখ্যা: ১০টি। ৯. পদ: সহকারী প্রোগ্রামার, সংখ্যা: ১টি। ১০. পদ: ঊর্ধ্বতন প্রশিক্ষক (ডেক), সংখ্যা: ১টি। ১১. পদ: ঊর্ধ্বতন প্রশিক্ষক (ইঞ্জিন), সংখ্যা: ২টি। ১২. পদ: প্রশিক্ষক (ড্রেজার), সংখ্যা: ১টি। ১৩. পদ: প্রশিক্ষক (ডেক), সংখ্যা: ৩টি। ১৪. পদ: প্রশিক্ষক (ইঞ্জিন), সংখ্যা: ২টি। ১৫. পদ: অ্যাসাইনমেন্ট অফিসার, সহকারী ক্রয় কর্মকর্তা, সহকারী সংরক্ষণ কর্মকর্তা, সহকারী সমন্বয় কর্মকর্তা, সহকারী উন্নয়ন কর্মকর্তা, পরিবহন পরিদর্শক, সংখ্যা: ৮টি। ১৬. পদ: এসএসবি অপারেটর, ওয়্যারলেস অপারেটর, সংখ্যা: ১টি। ১৭. পদ: সাঁটলিপিকার (ব্যক্তিগত সহকারী), সংখ্যা: ৩টি। ১৮. পদ: কনিষ্ঠ নদী জরিপকারী, সংখ্যা: ৬টি। ১৯. পদ: কম্পিউটার অপারেটর, সংখ্যা: ৬টি। ২০. পদ: তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী, সংখ্যা: ৩টি। ২১. পদ: ট্রাফিক সুপারভাইজার, সংখ্যা: ১৬টি। ২২. পদ: বার্দিং সারেং, সংখ্যা: ১৩টি। ২৩. পদ: অভ্যর্থনাকারী, সংখ্যা: ১টি। ২৪. পদ: শুল্ক আদায়কারী, সংখ্যা: ৯টি। ২৫. পদ: দূরালাপনী কর্মচারী (টেলিফোন অপারেটর), সংখ্যা: ২টি। ২৬. পদ: মানচিত্র সহকারী, সংখ্যা: ২টি। ২৭. পদ: গুদাম রক্ষক (স্টোর কিপার), সংখ্যা: ৬টি। ২৮. পদ: কপ সহকারী, সংখ্যা: ১টি। ২৯. পদ: ড্রাইভার, সংখ্যা: ৩টি। ৩০. পদ: স্যালভেজ ক্রেন ড্রাইভার, সংখ্যা: ১টি। ৩১. পদ: অফিসার্স কুক, সংখ্যা: ১টি। ৩২. পদ: স্টুয়ার্ড, সংখ্যা: ১টি। ৩৩. পদ: ওয়েল্ডার, সংখ্যা: ৪টি। ৩৪. পদ: লিফট মেকানিক, সংখ্যা: ১টি। ৩৫. পদ: ট্রেসার, সংখ্যা: ১টি। ৩৬. পদ: মেডিক্যাল এটেনডেন্ট, সংখ্যা: ১টি। ৩৭. পদ: ডেমোনেস্ট্রেটর (ওয়ার্কশপ) (ডেক/ইঞ্জিন), সংখ্যা: ১টি। ৩৮. পদ: নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ, সংখ্যা: ৫টি। ৩৯. পদ: গ্রিজার, সংখ্যা: ৩৬টি। ৪০. পদ: ভাণ্ডারী, সংখ্যা: ২৩টি। ৪১. পদ: গেজ রিডার, সংখ্যা: ৭টি। ৪২. পদ: দপ্তরী, সংখ্যা: ১টি। ৪৩. পদ: অফিস সহায়ক, সংখ্যা: ৩টি। ৪৪. পদ: শুল্ক প্রহরী, সংখ্যা: ৪টি। ৪৫. পদ: লিফট অপারেটর, সংখ্যা: ১টি। ৪৬. পদ: তোপায়, সংখ্যা: ১১টি। ৪৭. পদ: লস্কর সংখ্যা: ৭৩টি।
বিস্তারিত জানুন: www.biwta.gov.bd অথবা http://biwta.teletalk.com.bd আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকেল ৫টা।

×