বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বুয়েট, ঢাকাতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের নিমিত্ত নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: সহকারী অধ্যাপক। পদ সংখ্যা: ২১টি {পুরকৌশল বিভাগ-৩টি (স্থায়ী) ও সহযোগী অধ্যাপকের বিপরীতে ১টি (অস্থায়ী), ইইই বিভাগ- ৬টি (স্থায়ী), সিএসই বিভাগ- ২টি (স্থায়ী), যন্ত্রকৌশল বিভাগ-১টি (স্থায়ী), কেমিকৌশল বিভাগ-৪টি (স্থায়ী), আইপিই বিভাগ-১টি স্থায়ী, ন্যানোম্যাটেরিয়ালস্ অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ-১টি স্থায়ী, পদার্থবিজ্ঞান বিভাগ-১টি স্থায়ী, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং-১টি অস্থায়ী (অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/।
২. পদের নাম: লেকচারার। পদ সংখ্যা: ২টি-পদার্থবিজ্ঞান বিভাগ (অস্থায়ী)। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-।
৩. পদের নাম: গবেষণা সহকারী অধ্যাপক (ইঞ্জিনিয়ারিং)। পদ সংখ্যা: ১টি অস্থায়ী-ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি (গবেষণা অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/-।
৪. পদের নাম: লেকচারার (ইংরেজি)। পদ সংখ্যা: ১টি (অস্থায়ী)- মানবিক বিভাগ। বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-।
বিস্তারিত জানুন: www.buet.ac.bd A_ev https://recruitment.buet.ac.bd
আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা।