ছবি : সংগৃহীত
ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি পরীক্ষার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে এবং কর্মকর্তাদের মৌলিক ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) পরিচালিত ব্যাংকিং প্রফেশনাল এক্সামের গুরুত্ব অপরিসীম। এই পরীক্ষা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়—জুনিয়র অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স (জেএআইবিবি) এবং অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স (এআইবিবি)।
নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে:
১. সিনিয়র অফিসার বা সমমানের পদ থেকে উর্ধ্বতন পদে পদোন্নতির ক্ষেত্রে জেএআইবিবি উত্তীর্ণের জন্য ৫% এবং এআইবিবি উত্তীর্ণের জন্য আরও ৫%, মোট ১০% নম্বর বরাদ্দ থাকবে।
২. ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারির আগে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী এক ধাপের পদোন্নতিতে এ পরীক্ষায় অংশগ্রহণ না করলেও বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবেন।
৩. ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কোনো কর্মকর্তা অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ পেতে হলে এ পরীক্ষা বাধ্যতামূলক।
৪. ১৫ বছরের বেশি অভিজ্ঞ সিনিয়র অফিসারদের ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত শিথিল করা হয়েছে।
৫. ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে পদোন্নতিতে জেএআইবিবি ও এআইবিবি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
৬. মূল ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত নন এমন কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। তবে পরবর্তীতে মূল কার্যক্রমে পদায়নের আগে তাদের এ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জেএআইবিবি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ন্যূনতম ৩৫ হাজার টাকা এবং এআইবিবি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ন্যূনতম ৫০ হাজার টাকা আর্থিক প্রণোদনা প্রদান করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এটি পাঠানো হয়েছে।
মো. মহিউদ্দিন