ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল

প্রকাশিত: ১৯:২০, ১৭ জানুয়ারি ২০২৫

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নিম্নোক্ত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: ড্রাইভার। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-। গ্রেড: ১৫তম। আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারি গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
৩. পদের নাম: টেলিফোন অপারেটর। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৪. পদের নাম: ইলেক্ট্রিশিয়ান। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। আবেদনের যোগ্যতা: ইলেক্ট্রিক্যাল ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বরে সার্ভিস চার্জসহ প্রতি পদের জন্য ২২৩ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
বিস্তারিত জানুন: www.rmch.gov.bd A_ev http://rmch.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ২৮ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা।

×