ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ইন্টারভিউ দেয়ার আগে যে পাঁচটি বিষয় অবশ্যই জেনে যাবেন

প্রকাশিত: ১৪:৩৯, ১৫ জানুয়ারি ২০২৫

ইন্টারভিউ দেয়ার আগে যে পাঁচটি বিষয় অবশ্যই জেনে যাবেন

সংগৃহীত ছবি

এই পাঁচটি বিষয়ে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে অবশ্যই জানা উচিত। এতে ইন্টারভিউ পাশ করার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে প্রাইভেট সেক্টরগুলোতে। 

  1. যে সেক্টরে কাজ করতে যাচ্ছেন সেটা সম্পর্কে জেনে যাওয়া। যেমন- ব্যাংকে এপ্লাই করলে ফিন্যান্সিয়াল ব্যাপারগুলো সম্পর্কে জেনে যাওয়া। 
  2. কোম্পানির ব্যাপারে জানা। তারা এখন কী করছে, ভবিষ্যৎ পরিকল্পনা কী, কোম্পানির পলিসি এসব ব্যাপারে জেনে যাওয়া ভালো।
  3. যে পোস্টে আবেদন করেছেন সে ব্যাপারে জানা। মার্কেটিং এ এপ্লাই করলে ওই পোস্টে তারা কী ধরণের কাজ করছে, কীভাবে করছে, আপনি আসলে কীভাবে আরো ভালো করবেন সে ব্যাপারে আইডিয়া নিয়ে যান।  
  4. যিনি ইন্টারভিউ নিবেন সম্ভব হলে তার ব্যাপারে আগে থেকে জেনে যাওয়া। তার লিংকড-ইন প্রোফাইলে গেলে তার ডিটেলস জানা যাবে। এতে কনভারসেশন সহজ হবে। 
  5. আপনি যে রুলে কাজ করতে যাচ্ছেন সেই রুলে ওই কোম্পানিতে বা প্রতিষ্ঠানে কাজ করে এমন কাউকে খুঁজে বের করা। তার থেকে আপনি আইডিয়া নিতে পারবেন কীভাবে কাজ করতে হবে, চ্যালেঞ্জগুলো কী কী, সম্ভাবনা, কাজের পরিবেশ ইত্যাদি সব।

JF

×