ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা

প্রকাশিত: ১৮:২৪, ১০ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে বিধিমালা অনুযায়ী কাজ করার মানসিকতাসম্পন্ন দক্ষ ও মেধাবী প্রার্থীদের কাছ থেকে নিম্নবর্ণিত পদসমূহে স্থায়ী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: ক্রয় কর্মকর্তা। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০/-। গ্রেড: ৬ষ্ঠ। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক সম্মান/স্নাতকোত্তর/এমবিএ পাস। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (উৎপাদন)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০/-। গ্রেড: ৬ষ্ঠ। শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট হতে ৪ বছরের ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল টেকনোলজি) পাশ। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
৩. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (আইটি সেল)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০/-। গ্রেড: ৬ষ্ঠ। শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট হতে ৪ বছরের ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রনিক্স/কম্পিউটার টেকনোলজি) পাস। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মেরামত, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান এবং কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশনের ওপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০/-। গ্রেড: ৬ষ্ঠ। শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট হতে ৪ বছরের ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল টেকনোলজি) পাস। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
৫. পদের নাম: ভাণ্ডার সহকারী। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক পাস। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
৬. পদের নাম: প্রকর্মী (ক্যাবল টেস্টিং/ল্যাব)। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেক্ট্রনিক্স/জেনারেল মেকানিক্স/জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স/মেশিন টুলস অপারেশন/কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) সহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবে।
৭. পদের নাম: মেশিন অপারেটর। পদ সংখ্যা: ৫টি। বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেক্ট্রনিক্স/জেনারেল মেকানিক্স/জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স/মেশিন টুলস অপারেশন/কম্পিউটার ও প্রযুক্তি) সহ এইচএসসি বা সমমান পাস। এইচএসসির সমমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবে।
৮. পদের নাম: জেনারেটর অপারেটর। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ/জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস) সহ এইচএসসি বা সমমান পাস। এইচএসসি এর সমমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীও আবেদন করতে পারবে।
৯. পদের নাম: প্রকর্মী (মটর গ্যারেজ)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১১,৪৪০-২৭,৬৯০/-। গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ) পাস। অন্যান্য যোগ্যতা: খ্যাতনামা কোনো মটর গ্যারেজে গাড়ি মেরামতের কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১০. পদের নাম: সাহায্যকারী (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ)। পদ সংখ্যা: ৮টি। বেতন স্কেল: ১০,৭৩০-২৫,৯৭০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেক্ট্রনিক্স/জেনারেল মেকানিক্স/জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/মেশিন টুলস অপারেশন/কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) পাস।
আবেদন করার পদ্ধতি: রেজিস্টার্ড ডাকযোগে/জিইপি/‘কুরিয়ার সার্ভিস যোগে অফিস চলাকালীন ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, ডাকঘর-সোনালি জুট মিলস, খুলনা-৯২০৬ ঠিকানায় পৌঁছাতে হবে।
বিস্তারিত জানুন: www.bcsl.gov.bd আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা।

×