ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

ক্যারিয়ার গঠনে জ্ঞান অর্জনের বিকল্প নেই

প্রকাশিত: ১৮:৪৫, ২০ ডিসেম্বর ২০২৪

ক্যারিয়ার গঠনে জ্ঞান অর্জনের বিকল্প নেই

জীবনে এমন একটা সময় আসে যখন সত্যিকারের লক্ষ্য নির্ধারণ করা আবশ্যক। আর স্বপ্ন মানুষের জীবনকে গতিশীল করে। তবে তার আগে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান। এই চাওয়াটাই স্বপ্ন। কখনোই ভাববেন না যে আপনাকে দিয়ে কিছু হবে না। প্রতিটা মানুষের মাঝেই রয়েছে অপার সম্ভাবনা। মানুষ যদি স্বপ্ন না দেখত তবে এ পৃথিবী আজকের এই অবস্থায় আসতে পারত না। ইংরেজিতে একটি কথা আছে You have to have a dream so you can wake up early in the morning.
বর্তমানে প্রতিযোগিতামূলক বিশে^ কর্মক্ষেত্র কমে এসেছে বলে সবসময়ই ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়। ক্যারিয়ার হচ্ছে প্রতিভার আলোকে সিদ্ধান্ত নেওয়া। সেই আলোকে দক্ষতা অর্জন করা। দক্ষতা এবং কর্মক্ষমতাই সফল ক্যারিয়ার। নিজে এগিয়ে যান, পরিবার পরিজনকে বহন করার যোগ্যতা অর্জন করুন। মূলত পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষমতা অর্জনই ক্যারিয়ার।
সুতরাং ক্যারিয়ার নিয়ে ভাবার আগে নিজের প্রতিভা, দক্ষতা সম্পর্কে অবগত হতে হবে। যা সম্ভব নয়, তা নিয়ে ভাবনা পরিহার করার মনোভাব সৃষ্টি করতে হবে। অন্যের সফলতায় হতাশ না হয়ে নিজের আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে হবে। সময়ের সঠিক ব্যবহার ক্যারিয়ার গঠনের অন্যতম প্রধান সিঁড়ি। জীবনে ভালো কিছু করতে চাইলে সময়ের গুরুত্ব দিতেই হবে। প্রযুক্তির সহজ লভ্যতার কারণে অনেকে অযথা সময় নষ্ট করে। সময়ের কাজ সময়ে না করে ভবিষ্যতের জন্য রেখে দিলে তা সফল ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়। তবে কাজের বাইরেও নিজের শরীর ও মনকে সুস্থ রাখার জন্য আলাদা সময় নির্ধারণ করা যেতে পারে।
ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে অনেকে সফল হয় আবার অনেকে হয় ব্যর্থ। ব্যর্থতা থেকে মুক্তি পেতে এখন থেকেই শুরু হোক স্বপ্ন দেখা। আজই ঠিক করুন আপনি কোন বিষয়ে নিজেকে দক্ষ করে তুলবেন এবং সে অনুযায়ী পড়াশোনা করে নিজেকে যোগ্য করে তুলুন। বেকারত্বের কারণে যুবসমাজ বিভিন্ন সমস্যার মুখে পড়ে এবং জীবনকে তারা ঠিকমতো উপভোগ করতে পারে না। প্রকৃতপক্ষে সময়ের কাজ সময়ে করতে হবে- এই থিওরি যদি সকলেই মানে তা হলে কারও আর ক্যারিয়ার নিয়ে ভাবা লাগবে না। যদি স্ব-কর্মসংস্থান চান, তবে ব্যবসা করার জন্য নিজেকে প্রস্তুত করুন। আর যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে চাকরি করবেন, তা হলে পছন্দ মতো বিষয় অনুযায়ী জ্ঞান অর্জন ও চর্চার মাধ্যমে নিজেকে শাণিত করে প্রস্তুত করতে হবে।
ক্যারিয়ার গঠনে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। পুথিগত শিক্ষার সঙ্গে আরও প্রয়োজন হাতে-কলমে শিক্ষা গ্রহণ করা। পরিবেশ ও সমাজের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। পরিশেষে বলা যায়, সফল ক্যারিয়ার মানে একজন সৎ, যোগ্য এবং গ্রহণযোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠা।
চাকরি বাজার ডেস্ক 

×