ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি

প্রকাশিত: ১৮:৩০, ২৯ নভেম্বর ২০২৪

শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি

মৌখিক পরীক্ষার মুখোমুখি হওয়া চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় শুধু আপনার মেধা যাচাই করা হলেও মৌখিক পরীক্ষা মেধা যাচাইয়ের পাশাপাশি আপনার বাচনভঙ্গি, আত্মবিশ্বাস, মানসিক ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, নমনীয়তা, আচরণ ইত্যাদি বিবেচনা করা হয়। তাই বিষয়ভিত্তিক প্রস্তুতি গ্রহণের সঙ্গে সঙ্গে উল্লিখিত বিষয়ে মানসিক প্রস্তুতি নিতে থাকুন।
কি কি কাগজপত্র সঙ্গে নেবেন
মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী নিবন্ধন পরীক্ষার মূল প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের মূলকপি এবং ফটোকপি, জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধন সনদের মূলকপি এবং ফটোকপি পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যেতে হবে।
মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন
শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মোট নম্বর ২০। একাডেমিক পরীক্ষার ফলাফলের জন্য ১২ নম্বর এবং ভাইভা প্রশ্নোত্তরসহ অন্যান্য বিষয়ে ৮ নম্বর বরাদ্দ থাকে। স্কুল ও কলেজ উভয় ক্যাটাগরিতে ৪০% নম্বর পেলে পাস হিসেবে বিবেচনা করা হয়।
পোশাক বাছাই করবেন কিভাবে
মার্জিত পোশাক পরে ইন্টারভিউতে যেতে হবে। ছেলেরা ফুলহাতা শার্ট, প্যান্ট সঙ্গে কোট, টাই পরতে পারেন। মেয়েরা শাড়ি পরতে পারেন। কামিজও পরতে পারেন। তবে আপনার মাঝে পেশাদার ও দক্ষতার ছাপ থাকা বাঞ্ছনীয়। পোশাক এবং জুতার কালার বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন তা যেন মানানসই হয়। দৃষ্টিকটু কালারের পোশাক পরিধান করবেন না।
বিষয়ভিত্তিক প্রস্তুতি নেবেন যেভাবে
স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণিতে আপনার পঠিত বিষয় এবং যে বিষয়ে পাঠদান করবেন সে বিষয়ে আপনার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখতে হবে। ভাইভা বোর্ডে এ বিষয়ে আপনাকে বিস্তারিত প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। প্রশ্নের উত্তর সঠিক করার জন্য স্নাতক পর্যায়ের পঠিত বিষয়ে ভালো ধারণা রাখা অত্যন্ত জরুরি।
সাধারণ জ্ঞান বিষয়ে প্রস্তুতি
সমসাময়িক দেশীয় এবং আন্তর্জাতিক আলোচিত ঘটনা, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস, সংস্কৃতি ও আন্দোলন সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, বিশ্বের অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ তথ্য, আপনার নিজ জেলার গুরুত্বপূর্ণ তথ্য, অর্থনৈতিক সমীক্ষার ও বাংলাদেশের পরিসংখ্যান তথ্য হতে প্রশ্ন করা হতে পারে। নিজ নামের বিখ্যাত ব্যক্তি, নিজ এলাকার বিশেষ ব্যক্তি, ঘটনা, নিজের জন্মদিনে বিশেষ ঘটনা সম্পর্কে ধারণা থাকতে হবে।
ভাইভা বোর্ডে শিষ্টাচার
ভাইভা বোর্ডে প্রবেশের আগে সালাম দিয়ে অনুমতি নিন। বসার অনুমতি না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অনুমতি নিয়ে বসে ধন্যবাদ জ্ঞাপন করুন। মুদ্রাদোষ যেমন হাত-পা নাড়ানো, কান বা নাক চুলকানো, ভ্রু কুঁচকানো, জিভ-ঠোঁট ভেজানো ইত্যাদি পরিহার করুন। আঞ্চলিক ভাষায় কথা বলবেন না। প্রশ্ন ইংরেজিতে করলে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করুন। ইংরেজিতে বলতে সমস্যা হলে অনুমতি নিয়ে বাংলায় বলুন।
ভাইভা বোর্ডে করণীয়, বর্জনীয়
বসার সময়  চেয়ারে শব্দ করবেন না। আপনার কাগজপত্রের ফাইলগুলো হাতে রাখবেন, টেবিলের ওপর রাখবেন না। বোর্ড সদস্যগণের সঙ্গে কোনোক্রমেই  তর্কে যাবেন না। আই কন্টাক্ট ঠিক রাখবেন। ঠোঁটে হাসি হাসি ভাব রাখুন। কোনো বিষয় না পারলে বিনয়ের সঙ্গে দুঃখিত স্যার বলবেন। সরকার, মুক্তিযুদ্ধ, কোনো ধর্ম বা জাতি-গোষ্ঠী সম্পর্কে বিতর্কিত কথা বলবেন না। অপ্রাসঙ্গিক কথা না বলাই শ্রেয়।
এভাবে নিজেকে প্রস্তুত করে ভাইভা দিতে যান, নিজের প্রতি আত্মবিশ্বাসটা ধরে রাখুন। দেখবেন চাকরি আপনাকেই খুঁজে নেবে।

×