ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

সরকারি চাকরিতে ২২ হাজার নতুন নিয়োগ

প্রকাশিত: ০৬:১৩, ২৫ নভেম্বর ২০২৪

সরকারি চাকরিতে ২২ হাজার নতুন নিয়োগ

ছবি: সংগৃহীত।

দেশে নতুন ২২ হাজার সরকারি পদে নিয়োগ দেয়া হবে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছিলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র।

সূত্রটি জানায়, আগামী নিয়োগগুলো মূলত কর্মকর্তা পদে হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) এর মাধ্যমে সম্পন্ন হবে। তবে, নিয়োগটি সাধারণ বিসিএস মাধ্যমে হবে নাকি বিশেষ বিসিএসের মাধ্যমে, সে বিষয়টি আগামী প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দেয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান এ প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিসের নিয়োগ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করবেন। তিনি ঘোষণা দেবেন, কীভাবে এবং কখন এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

নুসরাত

×