ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

প্রফেশনাল সিভি মেকিং এর পদ্ধতিসমূহ

প্রকাশিত: ১৩:২৪, ২৪ অক্টোবর ২০২৪

প্রফেশনাল সিভি মেকিং এর পদ্ধতিসমূহ

 একটি ভালো সিভি আপনার পরিচয় বহন করে ,সিভি  তৈরী তে অনেক কিছুর উপর নজর দেয়া  উচিৎ। চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি একটি মানসম্মত সিভি  বানাবেন।

প্রথমে আপনাকে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি, লিংকডইন আইডির লিংক, ছবি এগুলা সব দিতে হবে। এরপর নিচের জিনিসগুলো দিবেনঃ 

১। ক্যারিয়ার সামারিঃ আপনার নিজের সম্পর্কে ৩-৪টা বাক্য দিতে হবে, সুন্দর সাবলীল বাক্য দিতে হবে, যেখানে পাওয়ারফুল কিওয়ার্ড থাকবে। আপনার স্কিল, নলেজ, কম্পিটেন্সি সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে।

২। অবজেক্টিভঃ আপনি যখন যে জবের জন্যে এপ্লাই করবেন, তখন সেই কাজটা করাই আপনার অবজেক্টিভ। প্রতিবার সিভিতে এটা চেঞ্জ করে আপনাকে পাঠাতে হবে। 

৩। কি স্কিলঃ এই অংশে আপনাকে আপনার ১০টা স্কিল লিখতে হবে। 

৪। ওয়ার্কিং এক্সপেরিয়েন্সঃ এই অংশ লিখতে হবে এভাবে,
 
ডেজিগনেশন, কোম্পানি নেম, ডিউরেশন 
 এরপর জব ডেসক্রিপশনঃ 
 প্রতিটা স্টেটমেন্ট স্মার্ট হতে হবে। 
S= Specific
M= Measurable 
A= Achievable 
R= Realistic
T= Time Bounded 

এরপর লিখবেন এচিভমেন্টঃ 
S= Situatiion
T= Target
A= Action 
R= Result 

এভাবে প্রতিটা কোম্পানি সম্পর্কে লিফো মেথডে LIFO METHOD কাজ এবং এচিভমেন্টগুলো লিখে ফেলবেন। কোন এওয়ার্ড পেলে সেগুলোও লিখবেন। 

উল্লেখ্য, আমরা কর্পোরেট আস্ক মূলত সিভির স্টেটমেন্টগুলোকে স্মার্ট করি এবং প্রতিটা ক্লায়েন্টের সাথে কথা বলে, তার থেকে এচিভমেন্টগুলো শুনে জেনে নিয়ে সিভি তৈরি করে দিয়ে থাকি। আমাদের দেশের অধিকাংশ মানুষের সিভিতে এচিভমেন্ট থাকে না, স্কিল থাকে, ক্যারিয়ার গ্রোথটা স্পষ্ট থাকে না। সেখানেই আমাদের মূলত কাজ করা হয়। 

আরও উল্লেখ্য, প্রফেশনাল সিভিতে কোনভাবেই কোন কালার, শেপ, শেড, কলাম, বক্স, টেবিল এসব থাকতে পারবে না। এগুলো এটিএস সফটওয়্যার ফ্রেন্ডলিও না। 

৫। প্রফেশনাল কোয়ালিফিকেশনঃ যার যা আছে, লিস্ট ডাউন করতে হবে 
৬। একাডেমিক কোয়ালিফিকেশনঃ লাস্ট টু একাডেমিক ডিগ্রী 
৭। ট্রেনিংঃ আপনি কি কি ট্রেনিং করেছেন, সেগুলো লিস্ট ডাউন করবেন 
৮। কম্পিউটার এবং সফটওয়্যার স্কিলঃ যা যা স্কিল আছে লিখুন 
৯। মেম্বারশীপ এবং ভলুন্টার কাজঃ কোন কাজে ইনভলভ থাকলে সেগুলো লিখুন। 

এই তো হয়ে গেলো প্রফেশনাল সিভি। 

 ০-১০ বছরের অভিজ্ঞতা হলে সিভি ২ পেজ হতে হবে। 
 ১১-৪০ বছর হলে সিভি ৩ পেজও করা যেতে পারে। 

এছাড়াও সিভিতে কিছু কিছু পাওয়ারফুল শব্দ আছে, সেগুলো বসাতে হবে। সিভির কিছু ডাল ফ্রেজ, কিলার ফ্রেজ, বোরিং ফ্রেজ আছে, সেগুলো বাদ দিতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার সুন্দর করে করতে হবে। গ্রামার এরর থাকা যাবে না। কপি পেস্ট করা যাবে না। পিতা মাতার নাম, গ্রামের বাড়ি, ফিগারের বর্ণনা ।
তবে দেরী কেন আজ ই বানানো শুরু করে দিন।

জাফরান

×