ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, কাকরাইল

প্রকাশিত: ২৩:৪৬, ১৮ অক্টোবর ২০২৪

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, কাকরাইল

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: করণিক (ইউডিএ)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-। গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা সমপদমর্যাদাধারী হতে হবে। দক্ষতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনি¤œ গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।

২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ৪টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। তবে সশস্ত্র বাহিনীর ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত করপোরাল/ল্যান্স কর্পোরাল বা সমপদমর্যাদাধারী ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। দক্ষতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনি¤œ গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
বিস্তারিত জানুন:ww w.basb.gov.bd
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর-২০২৪ তারিখে অফিস চলাকালীন নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ পরিচালক, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, ১৬০ কাকরাইল, ঢাকা-১০০০ বরাবর সাধারণ ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে পৌঁছাতে হবে।

×