অলটারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ
পিকেএসএফ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য ‘অলটারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ’ সংস্থায় নিম্নবর্ণিত পদসমূহে কাজ করতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম : সহকারী পরিচালক (ঋণ কার্যক্রম)। পদ সংখ্যা : ২টি। বেতন : ৯০,০০০/- হতে ১,১৮,০০০/- (আলোচনা সাপেক্ষে)। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতকোত্তর। অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমে ন্যূনতম ১৫ বছর এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। বয়স : ৪০-৫০ বছর।
২. পদের নাম : ম্যানেজার (প্রশিক্ষণ)। পদ সংখ্যা : ১টি। বেতন : ৬০,০০০/- হতে ৭৪,০০০/- (আলোচনা সাপেক্ষে)। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতকোত্তর। অভিজ্ঞতা : ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ কার্যক্রমে রিপোর্ট রাইটিং, মেটেরিয়াল ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণ প্রদানে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। বয়স : ৩৫-৪৫ বছর।
৩. পদের নাম : প্রোগ্রাম ম্যানেজার (ঋণ কার্যক্রম)। পদ সংখ্যা : ২টি। বেতন : ৬০,০০০/- হতে ৭৪,০০০/- (আলোচনা সাপেক্ষে)। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতক/¯œাতকোত্তর। অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমে ন্যূনতম ১০ বছর এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : ৩৫-৪৫ বছর।
৪. পদের নাম : জোনাল ম্যানেজার (ঋণ কার্যক্রম)। পদ সংখ্যা : ২টি। বেতন : ৬০,০০০/- হতে ৭৪,০০০/- (আলোচনা সাপেক্ষে)। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতক/¯œাতকোত্তর বা সমমান। অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমে ন্যূনতম ১০ বছর এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : ৩৫-৪৫ বছর।
৫. পদের নাম : সহকারী প্রোগ্রাম ম্যানেজার (ঋণ কার্যক্রম)। পদ সংখ্যা : ৪টি। বেতন : ৫০,০০০/- হতে ৬০,০০০/- (আলোচনা সাপেক্ষে)। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতক/¯œাতকোত্তর। অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমে ন্যূনতম ৭ বছর এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : ৩২-৪০ বছর।
৬. পদের নাম: সহকারী ম্যানেজার- মহিলা (এইচআরএডমিন)। পদ সংখ্যা: ৪টি। বেতন: ৪০,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা: ¯œাতক/¯œাতকোত্তর। অভিজ্ঞতা : ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : ৩৫ বছর।
৭. পদের নাম : শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)। পদ সংখ্যা : ১০টি। বেতন : ৩২,০০০/- হতে ৩৬,০০০/- (অঞ্চল ভেদে)। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতক/¯œাতকোত্তর বা সমমান। অভিজ্ঞতা : সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৮-৩৮ বছর।
৮. পদের নাম : সিনিয়র কমিউনিটি অফিসার (ঋণ কার্যক্রম)। পদ সংখ্যা : ৩০টি। বেতন : ৬০,০০০/- হতে ৭৪,০০০/- (আলোচনা সাপেক্ষে)। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতক/¯œাতকোত্তর বা সমমান। অভিজ্ঞতা : ঋণ কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : ৩৫-৩৫ বছর।
৯. পদের নাম : কমিউনিটি অফিসার (ঋণ কার্যক্রম)। পদ সংখ্যা : ৩০টি। বেতন : ২২,০০০/- হতে ২৫,০০০/- (অঞ্চল ভেদে)। শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা : সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : ২২-৩২ বছর।
১০. পদের নাম : জুনিয়র কমিউনিটি অফিসার (ঋণ কার্যক্রম)। পদ সংখ্যা : ৪০টি। বেতন : ১৮,০০০/- (শিক্ষানবিশকালে)। শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/¯œাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা : প্রয়োজন নেই। বয়স: ২০-২৫ বছর।
১১. পদের নাম : জুনিয়র অফিসার (এইচআর এডমিন-ঋণ কার্যক্রম)। পদ সংখ্যা : ৫টি। বেতন : ১৮,০০০/- হতে ২২,০০০/-। শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ¯œাতক। অভিজ্ঞতা : মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স : ২০-২৫ বছর।
১২. পদের নাম : ড্রাইভার। পদ সংখ্যা : ২টি। বেতন : ২৭,০০০/- হতে ৩০,০০০/-। শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি পাস। অভিজ্ঞতা : বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স : সর্বোচ্চ ৪০ বছর।
বিস্তারিত : প্রার্থীদের পূূূর্ণ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র নির্বাহী পরিচালক, এডিআই, মিয়াজী টাওয়ার, বাড়ি নং-৫৮ (৫ম তলা), রোড নং-০৩, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২ এই ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে অথবা ধফর.নফ.যৎধ@মসধরষ.পড়স ইমেলে প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই ২০২৪। খামের ওপর ও মেইলে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।