ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

যমুনা গ্রুপ

প্রকাশিত: ০১:৫২, ৫ জুলাই ২০২৪

যমুনা গ্রুপ

যমুনা গ্রুপে নিয়োগ

যমুনা গ্রুপে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে অভিজ্ঞ ও দক্ষ লোক নিয়োগ করা হবে।
১. পদের নাম : ডিজিএম, সিঅ্যান্ডএফ (চট্টগ্রাম)। পদ সংখ্যা : ১টি। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা : প্রার্থীগণকে ১৫ বছরের অধিক কোনো কাস্টম হাউজে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এইচএস কোড সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে।
২. পদের নাম : কাস্টমস সরকার (চট্টগ্রাম)। পদ সংখ্যা : ৩টি। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা : ৫ বছরের অধিক কোনো কাস্টম হাউজে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
৩. পদের নাম : কাস্টমস সরকার (বন্ড) (চট্টগ্রাম)। পদ সংখ্যা : ২টি। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা : আইএম-৭ এর কাজ করার দক্ষতা থাকতে হবে। কেমিক্যাল ও অন্যান্য বন্ড সম্পর্কিত, এসআরও বেনিফিট ও ভ্যাট অব্যাহতি সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি।
৪. পদের নাম : কম্পিউটার (এসাইকোড) (চট্টগ্রাম)। পদ সংখ্যা : ২টি। শিক্ষাগত যোগ্যতা : ¯œাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা : ৩ বছর কম্পিউটার এসাইকুডা পোর্ট শিপিং অনলাইন, সিটিএমএস, কাস্টমস অপারেশন, জাহাজের পজিশন, সর্বোপরি এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বাংলায় টাইপ জানা ও সমস্ত চিঠি টাইপ করার দক্ষতা বাঞ্ছনীয়।
 বি.দ্র. আগ্রহী প্রার্থীগণকে ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত আগামী ৯ জুলাই ‘২০২৪ এর মধ্যে ‘বরাবর : মানবসম্পদ বিভাগ, যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-১২২৯’ এই ঠিকানায় পাঠাতে হবে।

×