ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নন-টেকনিক্যাল এমডি নিয়োগের চেষ্টা, আইইবির প্রতিবাদ ও নিন্দা 

প্রকাশিত: ১৬:২৯, ২৬ অক্টোবর ২০২২

নন-টেকনিক্যাল এমডি নিয়োগের চেষ্টা, আইইবির প্রতিবাদ ও নিন্দা 

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে অকারিগরিক ব্যক্তিদের সুযোগ রাখায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

বুধবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানায় আইইবি। গত ১৮ সেপ্টেম্বর ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আগামী ৩০ অক্টোবর এই নিয়োগের মৌখিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তড়িৎ প্রকৌশল,যান্ত্রিক প্রকৌশল, পুরকৌশল প্রকৌশলীর পাশাপাশি অর্থনীতি, ব্যবস্যা প্রশাসন বা ব্যবস্থাপনা প্রশাসনে স্নাতক সম্পন্ন করা ব্যক্তিরাও আবেদন করতে পারবে। অথচ বিদ্যুৎ সেক্টরের কোম্পানিগুলোর প্রধান পদ কারিগরিক হওয়া স্বত্ত্বেও সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু কোম্পানির প্রধান পদে অকারিগরিক কর্মকর্তা পদায়নের চেষ্টা করা হচ্ছে। 

আইইবি মনে করে, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সেক্টর ক্ষতিগ্রস্থ হবে এবং সারা বাংলাদেশের প্রকৌশলী সমাজের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিবে। ফলে বর্তমান সময়ে সবচেয়ে প্রয়োজনীয় বিদ্যুৎ উপাদন বাধাগ্রস্থ হবে। পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোর নব্বই ভাগ কাজই হয় প্রকৌশলীদের মাধ্যমে। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে এর মতো বিদ্যুৎ সেক্টরের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদটি অকারিগরিক কোনো কর্মকর্তাকে নিয়োগ দিলে কোম্পানি কার্যক্রম স্থবির হয়ে পড়বে। 

আইইবি এই বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান বরাবর একটি প্রতিবাদলিপিও পেশ করে। একই দাবিতে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ প্রতিবাদ জানিয়েছে। 

এমএইচ

×