ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

সুখবর, ভিসার শর্ত শিথিল করল নিউজিল্যান্ড

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৮, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪২, ২৭ জানুয়ারি ২০২৫

সুখবর, ভিসার শর্ত শিথিল করল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড

পর্যটন খাতকে চাঙ্গা করার লক্ষ্যে ভিসার শর্ত শিথিল করেছে নিউজিল্যান্ড। যাতে পর্যটকরা দেশটিতে ভ্রমণের সময় দূরবর্তীভাবে কাজ করতে পারেন। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, পর্যটকরা এখন নিউজিল্যান্ডে ভ্রমণকালে ৯০ দিনের জন্য বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তীভাবে কাজ করতে পারবেন। ৯০ দিনের বেশি থাকলে তাদের উপর ট্যাক্স প্রভাব পড়তে পারে। এই নিয়ম সব ধরনের ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, যেমন পর্যটক, পরিবার বা দীর্ঘমেয়াদি ভিসার অধীনে থাকা অংশীদার বা অভিভাবক।

দেশটির সরকার আশা করছে, এই নীতি পরিবর্তনের মাধ্যমে নিউজিল্যান্ড ডিজিটাল যাযাবরদের  জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেছেন, ‘এই পরিবর্তন অনেক পর্যটককে দীর্ঘ সময় অবস্থান করতে উৎসাহিত করবে, যা দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থ যোগ করবে।’

ডিজিটাল যাযাবর ভিসার ধারণাটি ২০১০-এর দশকে জনপ্রিয় হয়, বিশেষত তরুণ কর্মীদের মধ্যে, যারা তাদের দৈনন্দিন রুটিন থেকে বেরিয়ে ভ্রমণের মাধ্যমে কাজ করতে চেয়েছিল।

কোভিড-১৯ মহামারির সময় এই প্রবণতা বাড়ে, যখন বিশ্বব্যাপী লকডাউন দূরবর্তী কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, আবুধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল যাযাবর ভিসা প্রদান করছে।

নিউজিল্যান্ডের পর্যটন শিল্প সরকারের মতে বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করে। নতুন এই নীতি পর্যটন শিল্পের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: বিবিসি।

এম হাসান

×