ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সাক্ষাৎকারে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী

আসাদকে সর্বোচ্চ নিরাপত্তায় রাশিয়ায় নেওয়া হয়েছে

প্রকাশিত: ২১:০২, ১১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:১০, ১১ ডিসেম্বর ২০২৪

আসাদকে সর্বোচ্চ নিরাপত্তায় রাশিয়ায় নেওয়া হয়েছে

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর দামেস্কে প্রবেশের খবরে ব্যক্তিগত বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরবর্তীতে জানা যায়, তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আসাদকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ। এনবিসি নিউজে প্রচারিত সাক্ষাৎকারে বিষয়টি উল্লেখ করেন তিনি। খবর আরটির।
এর আগে সোমবার ক্রেমলিন জানায়, তারা বাশার ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৩ বছর বাশারের ক্ষমতায় টিকে থাকার পেছনে দুই মিত্র দেশ রাশিয়া ও ইরানের বড় ভূমিকা রয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে পশ্চিমা দেশগুলো স্বৈরশাসক বাশারকে পদত্যাগের আহ্বান জানালেও তিনি কর্ণপাত করেননি। রায়াবকভ বলেন, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ। এখান থেকে প্রমাণ হয়েছে, নজিরবিহীন পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়। তবে কী পরিস্থিতির কারণে তিনি এখানে এলেন বা কীভাবে বিষয়গুলোর নিষ্পত্তি হবে, সে বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না বলে জানান রায়াবকভ। বাশার আল আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যে প্রচলিত ধারা চালু করেছে (গ্রেপ্তারি পরোয়ানা জারি), তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর নিজের প্রথম মন্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরানের কাছে প্রমাণ রয়েছে যে, সিরিয়ায় যা ঘটেছে তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকের (ইসরাইল) যৌথ পরিকল্পনার ফসল।

মোহাম্মদ আলী

×