মোবাইল ফোন ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি নেই
মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়ার কোনো সম্পর্ক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি নতুন পর্যালোচনায় এমন তথ্যই উঠে এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে তারবিহীন (ওয়্যারলেস) এই প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে কিন্তু সে হারে মস্তিষ্কের ক্যান্সারের প্রবণতা বাড়েনি। বুধবার ডব্লিউএইচও প্রকাশিত পর্যালোচনায় এই চিত্রই দেখা গেছে।
এই তথ্য এমন লোকেদের বেলায়ও প্রযোজ্য যারা দীর্ঘদিন ধরে ফোন ব্যবহার করছেন। এমনকি যারা এক দশকেরও বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করছেন। খবর রয়টার্সের। এ বিষয়ে ১৯৯৪-২০২২ সালের মধ্যে ৬৩টি গবেষণা চালানো হয়েছে। অস্ট্রেলিয়ান সরকারের বিকিরণ সুরক্ষা কর্তৃপক্ষসহ ১০টি দেশের মোট ১১ জন গবেষণাকারীর করা মূল্যায়নের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোবাইল ফোনের পাশাপাশি টিভি, বেবি মনিটর এবং রাডারে ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবগুলো মূল্যায়ন করে এই পর্যালোচনা দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার মহামারিবিদ্যার অধ্যাপক ও পর্যালোচনাটির কো অথর মার্ক এলউড বলেন, বিষয়টি নিয়ে গবেষণা করে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যান্সারের ঝুঁকি বাড়ার কোনো যোগসূত্র পাওয়া যায়নি।