ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ভারতীয় পাইলটকে আটক করে চা খাইয়েছিল পাকিস্তান !

প্রকাশিত: ১৮:৫৮, ৩০ এপ্রিল ২০২৫

ভারতীয় পাইলটকে আটক করে চা খাইয়েছিল পাকিস্তান !

ছবি: সংগৃহীত

২০১৯ সালে কাশ্মীরের আকাশে ভারত-পাকিস্তানের উত্তপ্ত সংঘর্ষের মধ্যে নাটকীয়ভাবে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন ভারতীয় এয়ারফোর্স পাইলট উইং কমান্ডার আভিনন্দন ভার্থামান। প্রত্যক্ষদর্শীদের মতে, মিগ-২১ যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করার পর প্যারাসুটে নামেন তিনি।     

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের হোরিয়ান গ্রামের স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, পাইলট মাটিতে নামার পরপরই উত্তেজিত গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে এবং কেউ কেউ পাথর ছুঁড়তে থাকে। আতঙ্কিত অবস্থায় পাইলট কয়েক রাউন্ড গুলি ছোড়ে শূন্যে, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ রাজ্জাক চৌধুরী বিবিসিকে বলেন, "আমার উদ্দেশ্য ছিল পাইলটকে জীবিত অবস্থায় আটক করা। তার প্যারাসুটে ভারতীয় পতাকা দেখে বুঝে যাই তিনি একজন ভারতীয় পাইলট।" তিনি জানান, গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ তাকে মারধর করতে চাইলে, অন্যরা আবার তাকে শান্ত রাখার চেষ্টা করে।

চোখে কাপড় বাঁধা অবস্থায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত পাইলট শান্তভাবে কথা বলছেন। পরে আরেকটি ভিডিওতে তাকে পরিচ্ছন্নভাবে দেখা যায়, যেখানে তিনি চা পান করছেন এবং জানান যে, পাকিস্তানি বাহিনী তার সঙ্গে সদয় আচরণ করছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পরবর্তীতে দেশটির পার্লামেন্টে ঘোষণা দেন, শান্তির বার্তা হিসেবে আটককৃত পাইলটকে তারা মুক্তি দেবেন। তার এই বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আভিনন্দনের এই আটক এবং পরে মুক্তি পাওয়া ঘটনাটি ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তপ্ত এক মুহূর্ত হয়ে উঠে, যা বিশ্বব্যাপী আলোচিত হয়।

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার