
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে রসিকতা করে বলেছেন, "আমি পোপ হতে চাই।" তিনি আরও বলেন, "ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হিসেবে আমি নিজেকে 'নম্বর ওয়ান পছন্দ' মনে করি।" যদিও ট্রাম্পের এই মন্তব্য ছিল মজার ছলে, তা বিনোদন জগতে আলোচনার জন্ম দিয়েছে ।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান নির্বাচনের জন্য পোপাল কনক্লেভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, "আমার কোনো নির্দিষ্ট পছন্দ নেই, তবে নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানকে ভালো মানুষ হিসেবে বিবেচনা করি।" ডোলান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং ট্রাম্পের দ্বিতীয় শপথগ্রহণ অনুষ্ঠানে প্রার্থনা পাঠ করেছিলেন ।
এদিকে, রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, "ট্রাম্প সত্যিই ডার্ক হর্স প্রার্থী হতে পারেন।" তিনি আরও বলেন, "প্রথম মার্কিন পোপ, আবার একই সঙ্গে প্রেসিডেন্ট—এই সমন্বয়ের অনেক সুবিধা আছে।" এ সময় তিনি পোপ হিসেবে ট্রাম্পের জন্য একটি আনুষ্ঠানিক নামও প্রস্তাব করেন: পোপ ‘ট্রাম্প এমএম-২৮!’
তবে, ট্রাম্প নিজে এ বিষয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি, এবং তার এই মন্তব্য ছিল মূলত হাস্যরসাত্মক। তবে, এটি বিনোদন জগতে আলোচনার জন্ম দিয়েছে এবং নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
শিহাব