
ছবি: সংগৃহীত
পাকিস্তানের শীর্ষ নেতারা পেহেলগাম হামলাকে ঘিরে ভারতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার মনে করছেন, ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো হামলাটি ভারতের পূর্ব পরিকল্পিত হতে পারে। তিনি বলেছেন, অতীতেও একই ধরনের ঘটনার পর ভারতের ভেতরে বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুদ্ধ যদি শুরু হয়েই যায়, তাহলে পাকিস্তান পিছু হটবে না বলেও উল্লেখ করেছেন তিনি।
সিনেট অধিবেশনে ইসাক দার বলেন, “পেহেলগামে যেভাবে হামলা হয়েছে এবং তারপর ভারত যেভাবে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করল, তাতে আমাদের সন্দেহ হওয়াটা অস্বাভাবিক নয়। এ হামলা কি আদৌ জঙ্গি হামলা, নাকি এটি একটি সাজানো নাটক?”
তিনি আরও বলেন, “আমরা অতীতে দেখেছি, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও পাকিস্তানকে দোষারোপ করে ভারত। এরপরই সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসিত মর্যাদা ছিনিয়ে নেয়। এবারও হয়তো তেমন কিছু ঘটছে।”
তিনি আরও জানিয়েছেন, সেনাবাহিনী সরকারকে সতর্ক করেছে যে ভারত খুব শিগগিরই সামরিক আগ্রাসন চালাতে পারে। "সেনা সদস্যদের সঙ্গে একাধিক বৈঠকে এই আশঙ্কার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে," বলেন তিনি।
ফারুক