ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করায় আসামে গ্রেপ্তার ৩০

প্রকাশিত: ১৩:০১, ৩০ এপ্রিল ২০২৫

পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করায় আসামে গ্রেপ্তার ৩০

ছবি: সংগৃহীত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের পক্ষে পোস্ট করায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, রাজ্য প্রশাসনের নজরদারিতে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, "ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও মিল নেই। এই দুটি রাষ্ট্র একে অপরের শত্রু, এবং সেই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে।" তিনি আরও জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানকে সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট, মন্তব্য ও ছবি শেয়ার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এসব কার্যকলাপ ভারতীয় জাতীয় স্বার্থের পরিপন্থী।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁও এলাকায় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এতে ২৬ জন নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে এই ঘটনার জন্য দায়ী করে। এর প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বেশ কিছু কূটনৈতিক ও প্রতিরক্ষা উদ্যোগ নেয়।

সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনাবাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে জবাবদিহিমূলক সামরিক পদক্ষেপের ‘সবুজ সংকেত’ দিয়েছেন বলে জানা গেছে। এর পরপরই পাকিস্তান জানিয়ে দেয়, ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে ইসলামাবাদ।

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই উত্তেজনা ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার