ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে যা বললেন কারাবন্দি ইমরান খান

প্রকাশিত: ১১:৪৩, ৩০ এপ্রিল ২০২৫

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে যা বললেন কারাবন্দি ইমরান খান

ছবি: সংগৃহীত।

কাশ্মীরে ভারতীয় নিপীড়ন ক্রমেই তীব্রতর হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। তার মতে, এই দমন-পীড়নের ফলে কাশ্মীরিদের স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা আরও প্রবল হচ্ছে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা অবস্থায় আইনজীবীদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন ইমরান খান। পরে তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে বিষয়টি প্রকাশ করে।

ইমরান খান বলেন, "দেশের অভ্যন্তরে মতপার্থক্য থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসী কূটনীতি এবং যুদ্ধ-উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে সমগ্র পাকিস্তানবাসী ঐক্যবদ্ধ।"

তিনি বর্তমান শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, "এই অবৈধ সরকারের অধীনে আমরা জনগণের প্রকৃত মতপ্রকাশের অধিকার হারাচ্ছি। তবে পাকিস্তান একটি জাতি হিসেবে আমাদের সংহতি অটুট রয়েছে। মোদির যুদ্ধ-আহ্বান এ অঞ্চলের শান্তিকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

পেহেলগাম হামলার ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে ইমরান খান বলেন, "ঘটনার প্রকৃত তদন্তের পরিবর্তে ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে, যা অত্যন্ত দুঃখজনক। পুলওয়ামার ঘটনার সময়ও আমরা ভারতের সঙ্গে পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা কোনো গ্রহণযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। আজ পেহেলগাম নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, ২০১৯ সালেই আমি তার পূর্বাভাস দিয়েছিলাম।"

কাশ্মীর ইস্যুতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ইমরান খান বলেন, "আমি সর্বদা কাশ্মীরিদের জাতিসংঘ স্বীকৃত আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে। ভারতের আরএসএসমুখী চিন্তাধারা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা অঞ্চলের শান্তির জন্য হুমকি। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে কাশ্মীরে ভারতীয় নিপীড়ন বহুগুণে বেড়ে গেছে। এর ফলে কাশ্মীরিদের স্বাধীনতার সংগ্রাম আরও শক্তিশালী হয়েছে।"

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার