
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে ভারতের নৌবাহিনীর জন্য ফ্রান্সের সঙ্গে ৬৩০ বিলিয়ন রুপি মূল্যের ২৬টি রাফাল এম যুদ্ধবিমান কেনার চুক্তি সই হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর জন্য সংগ্রহে যোগ হচ্ছে ২২টি এক আসনের এবং ৪টি দুই আসনের রাফাল এম ফাইটার জেট। এর আগে ভারতীয় বিমানবাহিনীতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান থাকলেও নৌবাহিনীর বহরে প্রধানত রুশ নির্মিত মিগ-২৯ জেট ব্যবহৃত হয়ে আসছিল।
রাফাল এম যুদ্ধবিমানটি নৌবাহিনীর চাহিদা অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি রণতরী থেকে সরাসরি উড্ডয়ন ও অবতরণে সক্ষম। এতে ব্যবহৃত হয়েছে উন্নত রাডার, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং শক্তিশালী অবকাঠামো। রাফাল এম বিমানটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ মিসাইল বহনে সক্ষম। এছাড়া এতে এমন একটি সুরক্ষা প্রযুক্তি রয়েছে, যা শত্রু রাডার ও মিসাইল থেকে বিমানটিকে রক্ষা করতে পারে।
পেহেলগামে সন্ত্রাসী হামলার কিছুদিন আগেই ফ্রান্সের সঙ্গে ভারতের এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল। হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধের শঙ্কাও বৃদ্ধি পেয়েছে। যদিও দুই দেশই পারমাণবিক শক্তিধর, তবে সামরিক শক্তির দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। বিশ্লেষকদের মতে, রাফাল মেরিন ভারতের নৌশক্তিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
সূত্র:https://tinyurl.com/2s38dfe7
আফরোজা