ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গুজরাটে অভিবাসীর নামে আটক সাড়ে ৬ হাজার ভারতীয় মুসলিম, বাড়িঘর উচ্ছেদ

প্রকাশিত: ০৭:২৩, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:২৪, ৩০ এপ্রিল ২০২৫

গুজরাটে অভিবাসীর নামে আটক সাড়ে ৬ হাজার ভারতীয় মুসলিম, বাড়িঘর উচ্ছেদ

ছবি : সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যে সম্প্রতি পরিচালিত একটি চিরুনি অভিযানে বাংলাদেশি সন্দেহে বিপুল সংখ্যক মানুষকে আটক করা হয়েছে। রাজ্য পুলিশ জানায়, শনিবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত চলা অভিযানে প্রায় ৬,৫০০ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

 

তবে বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। তাদের দাবি, যাদের বাংলাদেশি নাগরিক হিসেবে আটক করা হয়েছে, তাদের অনেকেই ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যের বাংলা ভাষাভাষী মুসলিম নাগরিক—যাদের বৈধ পরিচয়পত্রও রয়েছে। উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং গুজরাট থেকে আসা এসব নাগরিকদের বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে গুজরাট রাজ্য পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক ব্যক্তিরা নকল পরিচয়পত্র ব্যবহার করে ভারতে বসবাস করছিলেন। পুলিশ সূত্র জানায়, তাদের মধ্যে ৪৫০ জন অবৈধ বাংলাদেশি রয়েছে, যদিও দিল্লির কেন্দ্রীয় সরকার এখনো এই তথ্য আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায়নি।

 

 

অভিযানের অংশ হিসেবে গুজরাটের আহমেদাবাদ ও সুরাট শহরে ব্যাপক ধরপাকড় চালানো হয়। শুধু আটকই নয়, আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত চান্দোলা লেক এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু মুসলিম নাগরিকের ঘরবাড়ি। এতে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

 

পুলিশ বলছে, আটক ব্যক্তিদের আইডি কার্ড যাচাই করে দেখা হচ্ছে তারা আদৌ বাংলাদেশে গিয়েছেন কিনা এবং কবে। অন্যদিকে মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, ভারতীয় নাগরিকদের বেআইনিভাবে আটক ও হয়রানি করা হচ্ছে, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল।

 

 

এই ঘটনায় এখনো ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া আসেনি।
 

আঁখি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার