
ছবিঃ সংগৃহীত
পাক-ভারত সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে, থামার কোনো লক্ষণ নেই। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে যে কোনো সময় চরম সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই সামরিক সংঘর্ষ শুরু হতে পারে।
এই আশঙ্কায় পাকিস্তান ইতোমধ্যে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে। সামরিক বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে সার্বক্ষণিক ব্রিফ করছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। এমনকি পরমাণু অস্ত্রগুলোও প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “কাশ্মীরে হামলার প্রতিশোধ নিতে ভারত যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে। আমরা তার জন্য প্রস্তুত রয়েছি।”
এই উত্তেজনার মধ্যেই লাইনের ওপার (LoC)-এ নজরদারি চালাতে আসা ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। ড্রোনটি ধ্বংস করার কথা নিশ্চিত করেছে ইসলামাবাদ। তারা জানিয়েছে, ড্রোনটি পাকিস্তানের সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় গুলি করে ধ্বংস করা হয়।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাক-ভারত সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছে সার্বক্ষণিকভাবে। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারত ও পাকিস্তান—উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে ওয়াশিংটন।
ইমরান