
ছবিঃ সংগৃহীত
গাজা পরিস্থিতি ও সামরিক অভিযানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে মতবিরোধের জেরে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ (Shin Bet)-এর প্রধান রনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, আগামী ১৫ জুন তিনি আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়াবেন। তার আগেই নতুন গোয়েন্দা প্রধান কে হবেন, তা নির্ধারণ করবে সরকার।
বিভিন্ন সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরে শিন বেতের সঙ্গে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার টানাপোড়েন চলছিল। গাজা অঞ্চলে সামরিক অভিযানে শিন বেতের ভূমিকা ও কৌশলগত মতপার্থক্য ছিল এর মূল কারণ।
গত মাসে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এক বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুপারিশে রনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। সে সময় নেতানিয়াহু বলেন, তিনি রনেন বারের উপর আস্থা হারিয়েছেন।
ইমরান