
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের নিউক্যাসলে ভারতীয় বংশোদ্ভূত এক প্রযুক্তি উদ্যোক্তা তার স্ত্রী ও ১৪ বছর বয়সী ছেলেকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে ২৪ এপ্রিল।
পুলিশ জানায়, নিহতরা হলেন হর্ষবর্ধন এস. কিক্কেরি (৫৭), তার স্ত্রী শ্বেতা পান্যম (৪৪) এবং তাদের এক ছেলে। তাদের আরেক ছেলে ঘটনাস্থলে উপস্থিত না থাকায় প্রাণে রক্ষা পান।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পুলিশ জানায়, এক শিশুকে বাসা থেকে বের করে আনতে দেখা গেছে এবং তাকে সান্ত্বনা দিয়েছেন তদন্তকারীরা। তবে কিং কাউন্টি শেরিফ অফিস এখনও আনুষ্ঠানিকভাবে বেঁচে যাওয়া ছেলেটির নাম প্রকাশ করেনি। এই মর্মান্তিক ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে বলে জানায় পুলিশ। পড়শিদের উদ্ধৃতি দিয়ে একাধিক সংবাদমাধ্যম বলছে, পরিবারটি বন্ধুবৎসল হলেও কিছুটা গম্ভীর প্রকৃতির ছিল।
হর্ষবর্ধন কিক্কেরি ভারতের কর্ণাটকের মাণ্ড্যা জেলার কেআর পেট তালুকের বাসিন্দা ছিলেন। তিনি মাইসুরু-ভিত্তিক রোবোটিক্স প্রতিষ্ঠান ‘হোলোওয়ার্ল্ড’-এর প্রতিষ্ঠাতা ও সিইও ছিলেন। তার স্ত্রী শ্বেতা পান্যমও ছিলেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা। ২০১৭ সালে দম্পতি ভারত ফিরে গিয়ে হোলোওয়ার্ল্ড প্রতিষ্ঠা করেন। তবে কোভিড-১৯ মহামারির কারণে প্রতিষ্ঠানটি ২০২২ সালে বন্ধ হয়ে যায় এবং কিক্কেরি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান।
ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এবং সীমান্ত নিরাপত্তায় রোবট ব্যবহারের প্রস্তাব দেন। তিনি যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটে একজন রোবোটিক্স বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।
শহীদ