
ছবি সংগৃহীত
পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার প্রেক্ষিতে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৯ এপ্রিল) এনডিটিভিকে দেওয়া এক সূত্রের বরাতে এই তথ্য জানা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে এই বার্তা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান। এছাড়াও, মোদির বাসভবনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির আদর্শিক সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবত।
সূত্র জানিয়েছে, বৈঠকে মোদি স্পষ্ট ভাষায় বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া আমাদের জাতীয় অঙ্গীকার এবং তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর ওপর ‘সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাখেন।
আশিক