
চলমান বাণিজ্য উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে চীন। জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ৬ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো এলএনজি চীনে প্রবেশ করেনি।
শেষবারের মতো একটি জাহাজ টেক্সাসের কর্পাস ক্রিস্টি বন্দর থেকে রওনা হয়ে চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংঝো বন্দরে পৌঁছায়। এরপরই বেইজিং যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে, যেখানে এলএনজির ওপর ১৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত ছিল। ফলে চীনা ক্রেতারা এখন অন্য দেশ থেকে তুলনামূলক সস্তায় জ্বালানি সংগ্রহ করছেন।
এদিকে চলতি শীত মৌসুমে তীব্র ঠান্ডা না থাকায় দেশের অভ্যন্তরে গ্যাসের চাহিদাও কম ছিল। সাংহাইভিত্তিক জ্বালানি বিনিয়োগ সংস্থা ডেভেনপোর্ট এনার্জির চেয়ারম্যান টবি কপসন জানান, শিল্পখাত থেকেও গ্যাসের চাহিদা ছিল নিম্নমুখী। উচ্চ শুল্কের কারণে সরবরাহ ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিতে অনাগ্রহ দেখা দিয়েছে বলে জানান তিনি।
এই অবস্থায় যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে।
রাজু