ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

হুথিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল ৭২৯ কোটি টাকার মার্কিন যুদ্ধবিমান!

প্রকাশিত: ১৯:৫৮, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫৯, ২৯ এপ্রিল ২০২৫

হুথিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল ৭২৯ কোটি টাকার মার্কিন যুদ্ধবিমান!

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে ফেরার সময় সাগরে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর একটি—এফ/এ-১৮ই সুপার হর্নেট। প্রতিটি এফ/এ-১৮ই মডেলের যুদ্ধবিমানের বাজারমূল্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৯ কোটি টাকার সমান।

সোমবার (২৮ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে জানানো হয়, স্থানীয় সময় ভোরে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি অবতরণের প্রস্তুতির সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়।

তবে যুদ্ধবিমানটি ডুবে যাওয়ার আগে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে তাকে উদ্ধার করা হয়। পাইলটের শরীরে গুরুতর আঘাত না থাকলেও একজন নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ঘটনার বিষয়ে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র এড়াতে ইউএসএস ট্রুম্যান রণতরীটি বড় ধরনের একটি ঘূর্ণন নেয়। ঠিক সেই সময়ই ডেক থেকে একটি ট্রাক্টর-চালিত টানার যন্ত্র দিয়ে বিমানটি সরানো হচ্ছিল। ওই বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ও যুদ্ধবিমান উভয়ই সাগরে পড়ে যায়।

এর আগে হুতি বিদ্রোহীরা দাবি করে, তারা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও মার্কিন কর্তৃপক্ষ এখনো সেই হামলার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রের রণতরীটি বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে এবং হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযানে অংশ নিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই দুর্ঘটনা মার্কিন নৌবাহিনীর জন্য কৌশলগত ও আর্থিকভাবে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং যুদ্ধবিমান উদ্ধারে সম্ভাব্য উদ্যোগও নেওয়া হবে।

ফারুক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার