
ছবি সংগৃহীত
জম্মু-কাশ্মিরে ভয়াবহ বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে চলছে ব্যাপক আলোড়ন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্বিতীয়বারের মতো মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (CCS) জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায়।
প্রধানমন্ত্রী মোদি প্রথমে নিরাপত্তা বিষয়ক কমিটির (CCS) সঙ্গে বৈঠক করবেন। নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) সঙ্গে আলোচনায় বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা।
আশিক