
ছবি: সংগৃহীত।
পেহেলগামে সাম্প্রতিক হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান কূটনৈতিক পরিস্থিতি। টানা পাঁচ রাত ধরে সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর এবার যুদ্ধ ছড়িয়ে পড়েছে সাইবার জগতেও। পাকিস্তানি হ্যাকাররা ভারতীয় সেনাবাহিনী ও সরকারি দপ্তরের একাধিক ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলাটি হয় গত শুক্রবার (২৫ এপ্রিল) পাঞ্জাবের আর্মি কলেজ অফ নার্সিং-এর অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর একে একে আরও চারটি ওয়েবসাইট হ্যাক করে পাকিস্তানি হ্যাকাররা। হামলাগুলো কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনার পরপরই সংঘটিত হয়।
এদিকে এবিপি আনন্দের খবরে বলা হয়, শ্রীনগরের রানিক্ষেত আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইটেও হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে। যদিও সাইটটি আদৌ হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া ভারতীয় সেনাবাহিনীর অন্তত আরও চারটি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশন ওয়েবসাইটেও সাইবার হামলার চেষ্টার তথ্য মিলেছে।
পেহেলগামে হামলার পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই একাধিক ছক সাজাচ্ছে। ভারতীয় কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিল্লিতে জরুরি বৈঠকে বসে বিএসএফ, আসাম রাইফেলস, এনএসজি, সিআরপিএফ, এসএসবি ও সিআইএসএফ। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। সাইবার আক্রমণ ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য জবাব ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।
সায়মা ইসলাম