
ছবি: সংগৃহীত
কাশ্মিরের পহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক ও সামাজিক মাধ্যমের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তেজনার মধ্যে সামাজিক মাধ্যমে এক পাকিস্তানি নাগরিকের মন্তব্যে সমর্থন জানিয়ে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় ভারতীয় কৌতুকশিল্পী অভিষেক উপমন্যু।
ঘটনার সূত্রপাত হয়, যখন এক ভারতীয় এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী পাকিস্তানিদের নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। এর জবাবে এক পাকিস্তানি নাগরিক পাল্টা মন্তব্য করে লেখেন, “রুচিবোধ নেই একদমই। পুরো বিশ্ব তো আপনাদের দেশকে ধর্ষকদের আখড়া বলে চেনে। সেটাই ঠিক। অধিকাংশ ভারতীয়দের কুরুচিকর মন্তব্যে হাসি পায়। পশ্চিমা দেশগুলোর কাছে আপনারা বর্ণবৈষম্যেরই যোগ্য।”
এই বিতর্কিত মন্তব্যে কৌতুকশিল্পী অভিষেক উপমন্যু ‘হ্যাঁ’ বলে সায় দেন। নেটিজেনদের একাংশ এই মন্তব্যকে ভারতের বিরুদ্ধে অবস্থান হিসেবে ধরে নেন এবং সোশ্যাল মিডিয়ায় তার তীব্র সমালোচনা শুরু হয়। চাপে পড়ে অভিষেক তার এক্স অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে দেন।
অন্যদিকে, একই ইস্যুতে বিতর্কিত মন্তব্যের কারণে গ্রেফতার হয়েছেন ভোজপুরি লোকগীতিশিল্পী নেহা সিং রাঠোর। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সোমবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সাম্প্রতিক সময়ে ভারতীয় কৌতুক ও বিনোদন জগতে রাজনৈতিক ও সামাজিক মন্তব্য ঘিরে বাড়ছে চাপ। পহেলগাম হামলা প্রসঙ্গে রসিকতা করায় কিংবা রাজনৈতিক নেতা-নেত্রীদের নিয়ে মন্তব্য করায় একের পর এক শিল্পী আইনি ও সামাজিক সমস্যায় পড়ছেন। তাদের মধ্যে রয়েছেন রায়না, রণবীর এলাহাবাদিয়া ও কুণাল কামরার মতো পরিচিত নাম।
বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন এবং সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সংবেদনশীলতা ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে, যেখানে কৌতুক বা ব্যঙ্গও আর নিরাপদ নয়।
ফারুক