ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

দ্বন্দ্ব চরমে পৌঁছেছে, এবার নেতানিয়াহুর সঙ্গ ছাড়লেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান!

প্রকাশিত: ১২:৪৭, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৪৯, ২৯ এপ্রিল ২০২৫

দ্বন্দ্ব চরমে পৌঁছেছে, এবার নেতানিয়াহুর সঙ্গ ছাড়লেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান!

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-এর প্রধান রোনেন বার সোমবার ঘোষণা করেছেন যে তিনি জুন মাসে পদত্যাগ করবেন। এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর প্রকাশ্য ও তীব্র দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।

গত মার্চ মাসের মাঝামাঝি, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোনেন বারকে বরখাস্ত করেন। এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। কারণ তখন ‘শিন বেত’-এর গোয়েন্দারা নেতানিয়াহুর ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার কাতার রাষ্ট্রের সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন।

অনেকেই এই বরখাস্তকে নেতানিয়াহুর একটি রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখেন—একদিকে সংস্থার ওপর নিজের নিয়ন্ত্রণ শক্ত করা, আরেকদিকে হয়তো নিজের উপদেষ্টাদের বিরুদ্ধে চলা তদন্ত বন্ধ করে দেওয়া।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে একাধিক দুর্নীতির মামলায় বিচারাধীন রয়েছেন, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

রোনেন বারকে বরখাস্তের পর এই বিরোধ যেন আরও প্রকট হয়ে ওঠে। তাঁর পদত্যাগের সিদ্ধান্ত এখন সেই বিবাদের একটি পরিণতি হিসেবেই দেখা হচ্ছে।
 

মারিয়া

×