
ছবি : সংগৃহীত
কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত- এমন বিস্ফোরক দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
রবিবার (২৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে, তবুও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপাতত শান্তির পথে হাঁটছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীর হামলার পর প্রধানমন্ত্রী মোদি অন্তত এক ডজন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনালাপ করেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত বৈঠক করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই আলোচনাগুলো আন্তর্জাতিক সহায়তা কামনার উদ্দেশ্যে নয়, বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা তুলে ধরতেই এসব কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছেন চারজন জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তা।
এর আগে গত বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মোদি সরাসরি পাকিস্তানের নাম না করলেও ‘সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস’ এবং ‘কঠোর জবাব’ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে দুই দেশের সীমান্ত এলাকায় বেশ কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কেউ কেউ বলছেন, টানা তিন রাত ধরে ছোট অস্ত্র দিয়ে গুলি বিনিময় হয়েছে, আবার কেউ বলছেন, গত তিন রাতের মধ্যে অন্তত দু’দিন গোলাগুলি হয়েছে।
আঁখি