ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

৭১ আফগানের প্রাণ কেড়ে নিলো পাকিস্তান, এবার প্রতিশোধ নেবে আফগানিস্তান!

প্রকাশিত: ১১:২৮, ২৯ এপ্রিল ২০২৫

৭১ আফগানের প্রাণ কেড়ে নিলো পাকিস্তান, এবার প্রতিশোধ নেবে আফগানিস্তান!

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে চালানো সামরিক অভিযানে অন্তত ৭১ জন আফগান নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য এবং তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।

শনিবার ও রোববার পরিচালিত এই অভিযানে অংশ নেয় পাকিস্তানের কয়েক হাজার সেনাসদস্য। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদ দাবি করছে, ভারত-সমর্থিত ৭১ জন বন্দুকধারীকে হত্যা করা হয়েছে।

টিটিপি পাকিস্তানে ইসলামী আইন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালাচ্ছে এবং আদর্শিকভাবে আফগান তালেবানের ঘনিষ্ঠ। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি। তবে এই অভিযোগ নাকচ করেছে কাবুল। আফগান কর্তৃপক্ষ বলছে, এসব অভিযোগ ভিত্তিহীন।

এ ঘটনার কয়েক মাস আগে পাকিস্তান আফগানিস্তানের বারমাল জেলায় বিমান হামলা চালায়, যেখানে নারী ও শিশুসহ অর্ধশতাধিক বেসামরিক আফগান নাগরিক প্রাণ হারান। সেই হামলার পর থেকেই কাবুল ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, টিটিপি এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র মতো গোষ্ঠীগুলোর মোকাবেলায় হিমশিম খাচ্ছে পাকিস্তান। স্বাধীন বেলুচিস্তান দাবিতে বিএলএ নিয়মিতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

পূর্ব দিকেও চাপে রয়েছে ইসলামাবাদ। কাশ্মীর সীমান্তে ভারত সেনা উপস্থিতি বাড়িয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। সামগ্রিকভাবে, দেশটি একাধিক ফ্রন্টে নিরাপত্তা সংকটে পড়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/yZip5USfypQ?si=ePhrYpedsvlIv2KU

মারিয়া

×