ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

উত্তেজনার মধ্যেই আরও ২৬ টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত, কতটা শক্তিশালী রাফাল এম ফাইটার জেট?

প্রকাশিত: ১১:১৩, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:১৩, ২৯ এপ্রিল ২০২৫

উত্তেজনার মধ্যেই আরও ২৬ টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত, কতটা শক্তিশালী রাফাল এম ফাইটার জেট?

ছবিঃ সংগৃহীত

কাশ্মীরকে ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের নৌবাহিনীর জন্য অত্যাধুনিক রাফাল এম (মেরিন) যুদ্ধবিমান কিনছে ভারত। সোমবার ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল এম ফাইটার জেট ক্রয়ের জন্য ৬৩০ বিলিয়ন রুপি মূল্যের একটি চুক্তি সই করেছে দেশটি।

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি ভারতের সামরিক প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন যুদ্ধবিমানগুলো যুক্ত হলে ভারতের নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হবে আরও শক্তিশালী।

বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে ৩৬টি রাফাল জেট থাকলেও নৌবাহিনীর বহর মূলত গঠিত রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান দিয়ে। এবার সংগ্রহে যুক্ত হচ্ছে ২২টি এক আসনের এবং ৪টি দুই আসনের রাফাল এম, যা বিশেষভাবে নৌবাহিনীর জন্য তৈরি। এই বিমানগুলো রণতরী থেকে সরাসরি উড্ডয়ন ও অবতরণে সক্ষম।

রাফাল এম-এ রয়েছে উন্নত রাডার সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা শত্রু রাডার ও মিসাইল থেকে সুরক্ষা দিতে পারে। যুদ্ধবিমানটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড ও অ্যান্টি-শিপ মিসাইল নিক্ষেপে সক্ষম। এতে রয়েছে দ্রুত লঞ্চ ও ল্যান্ডিং সুবিধাও।

শ্রীনগরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা আরও বেড়েছে। ঠিক এই সময়েই ফ্রান্সের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত করল ভারত। বিশ্লেষকদের মতে, দুই দেশই পারমাণবিক শক্তিধর হলেও সামরিক সক্ষমতায় ভারত এগিয়ে। রাফাল এম-এর সংযোজন সেই শক্তিকে আরও একধাপ এগিয়ে দেবে বলেও মত তাদের।
তথ্যসূত্রঃ https://youtu.be/5CJXJVf4QFY?si=zPNXJG89OhQCiLzv

মারিয়া

×