ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি জাহাজে মার্কিন যুদ্ধবিমানের রহস্যজনক হামলা

প্রকাশিত: ০৯:৫৬, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:০৩, ২৯ এপ্রিল ২০২৫

ইসরায়েলি জাহাজে মার্কিন যুদ্ধবিমানের রহস্যজনক হামলা

ছবি: প্রতীকী

মার্কিন যুদ্ধবিমান ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে একবার নয়, তিনবার বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ‘গ্যালাক্সি লিডার’ নামের এই জাহাজটি বর্তমানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে আটক রয়েছে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন সূত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) রাতে গ্যালাক্সি লিডারে টানা তিন দফা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। তবে হামলার ব্যাপকতা বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে ইসরায়েলের বিমানঘাঁটিসহ একাধিক স্থাপনায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

২০২৩ সালের ১৯ নভেম্বর হুথি বিদ্রোহীরা বাহামার পতাকাবাহী এবং জাপান পরিচালিত গ্যালাক্সি লিডার জাহাজটি দখল করে। জানা গেছে, জাহাজটির মালিকানা রয়েছে ইসরায়েলি ধনকুবের আব্রাহাম উঙ্গারের হাতে। ইসরায়েলের স্বার্থের সাথে সংশ্লিষ্টতার কারণে হুথিরা জাহাজটি আটক করে বলে ধারণা করা হচ্ছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের মার্কিন হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে। ইরানি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, গ্যালাক্সি লিডার মূলত একটি বাণিজ্যিক জাহাজ, যা এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় সংকট তৈরি করতে পারে। বিশেষ করে হুথি বাহিনীর পক্ষ থেকে আরও পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য প্রবাহের উপরও এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=wDpRdei_Aq4

রাকিব

×