
ছবি: সংগৃহীত।
কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে হওয়া এই গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, টানা পাঁচরাত ধরে এলওসি-তে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী ‘পরিমিত এবং কার্যকর’ জবাব দিয়েছে।
গোলাগুলির ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত দিকের এলাকা এবং আখনুর সেক্টরের কাছে।
এই গোলাগুলি এমন এক সময়ে শুরু হয়েছে যখন কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মীরে সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে এনডিটিভি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমবারের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সেনাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এরপর প্রতিদিনই দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে।
সম্প্রতি কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এর জেরে দুই দেশ বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে, উভয় দেশ ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নুসরাত