ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৭

প্রকাশিত: ০৯:০৬, ২৯ এপ্রিল ২০২৫

চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৭

ছবি : সংগৃহীত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানের সহিংসতাপ্রবণ ওয়ানা এলাকায় এ হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

 

 

প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় ওয়ানা এলাকার ‘শান্তি কমিটি’র দফতরে একটি বৈঠক চলছিল। সেখানেই বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো ভবনটি উড়িয়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

 

দক্ষিণ ওয়াজিরিস্তান, বিশেষ করে আফগান সীমান্তঘেঁষা ওয়ানা অঞ্চলটি দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে এই গোষ্ঠীকে এ অঞ্চলের বেশ কিছু হামলার জন্য দায়ী করা হয়েছে।

 

বিগত কয়েকদিন ধরে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে টিটিপি সদস্যদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর সূত্র জানায়, গেল ৭২ ঘণ্টায় এসব অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭১ জন জঙ্গি নিহত হয়েছেন।

 

 

বিশ্লেষকরা বলছেন, শান্তি কমিটির ওপর হামলা এবং সেনা অভিযানের এই ঘটনা পারস্পরিকভাবে জড়িত হতে পারে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ এটি পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
 

আঁখি

×