ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা বন্ধের দাবি নেতানিয়াহুর 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৬, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:৩৮, ২৯ এপ্রিল ২০২৫

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা বন্ধের দাবি নেতানিয়াহুর 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি আলোচনা বন্ধের দাবি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তি তখনই সম্ভব যখন দেশটি অস্ত্র নির্মাণের সক্ষমতা হারাবে। 

এছাড়া ইরানের সাথে চুক্তির আগে দেশটির ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টিও আমলে নেওয়ার আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েল অযাচিত হস্তক্ষেপ করছে। পাশাপাশি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্ধারণের আহ্বানও জানান তিনি। শনিবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তৃতীয় দফায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বৈঠক হয়। 

সূত্র: https://www.youtube.com/watch?v=HfgzMusTRB0
 

মুমু

×