ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ত্রাণকাজে বাধা দেওয়ায় আইসিজের শুনানিতে গাজার ধ্বংসযজ্ঞ-মৃত্যু-দুর্ভিক্ষ, ইসরায়েলের তীব্র সমালোচনা

প্রকাশিত: ০৬:৪৯, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৬:৫০, ২৯ এপ্রিল ২০২৫

ত্রাণকাজে বাধা দেওয়ায় আইসিজের শুনানিতে গাজার ধ্বংসযজ্ঞ-মৃত্যু-দুর্ভিক্ষ, ইসরায়েলের তীব্র সমালোচনা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ত্রাণ ঢুকতে দেওয়ার মানবিক বাধ্যবাধকতা নিয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গতকাল সোমবার (২৮ এপ্রিল) থেকে পাঁচ দিনের শুনানি শুরু হয়েছে।

ইসরায়েল ৫০ দিন ধরে গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে নরওয়ের অনুরোধের ভিত্তিতেই শুনানি শুরু হলো। শুরুতেই আদালতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আম্মার হিজাজি গাজার ধ্বংসযজ্ঞ, মৃত্যু ও দুর্ভিক্ষের চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, ইসরায়েল মানবিক সহায়তাকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।  

শুনানিতে এরপরে বক্তব্য রাখবে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, সৌদিআরব সহ ৪০টি দেশ। এছাড়া, তথ্য-প্রমাণ পেশ করবে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। তবে বরাবরের মতোই ইসরায়েল এই বিচার কার্যক্রমের তীব্র সমালোচনা করে শুনানিতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইনের প্রতি সবসময় অবজ্ঞা করে আসছে। গাজায় মানবিক বাধ্যবাধকতা স্বীকার করতে চাইছেন না বেনিয়ামিন নেতানিয়াহু।

গতকাল ফিলিস্তিনের রাষ্ট্রদূত আম্মার হিজাজি গাজায় ইসরায়েলের অমানবিক আচরণ তুলে ধরে শুনানিতে বলেন, ইসরায়েল দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় খাদ্য, পানি, ওষুধ, চিকিৎসা সরবরাহ বা জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না। ইসরায়েলি সুপ্রিম কোর্ট এই অমানবিক নীতি সমর্থন করেছেন। ফলে অনাহারে মৃত্যুসহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

এছাড়া, ইসরায়েল জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা লঙ্ঘন করছে উল্লেখ করে তিনি বলেন, তারা ফিলিস্তিনকে মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আইসিজের শুনানির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, জাতিসংঘের শীর্ষ আদালতের শুনানি তার দেশের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। আদালতকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, এ ধরনের কার্যক্রম লজ্জাজনক।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=XR8nHhzU4kk

রাকিব

আরো পড়ুন  

×