
ছবি: সংগৃহীত।
কাশ্মীরের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত যদি পাকিস্তানে সামরিক অভিযান চালায়, তাহলে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সোমবার ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
তিনি বলেন, "যদি আমাদের অস্তিত্ব সরাসরি হুমকির মুখে পড়ে, তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।"
খাজা আসিফ আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় সামরিক আক্রমণের সম্ভাবনার বিষয়ে সরকারকে সতর্ক করেছে এবং ইতিমধ্যে দেশটি উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তবে তিনি ভারতের সম্ভাব্য হামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেননি।
প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ভয়াবহ বন্দুক হামলার পর ভারত দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। যদিও ইসলামাবাদ হামলায় সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলেন, সরাসরি অস্তিত্বের জন্য হুমকি তৈরি হলেই কেবল পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করবে।
সূত্র: রয়টার্স
নুসরাত