ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ভারতের দিকে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে পাকিস্তান!

প্রকাশিত: ২২:২৬, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৩৪, ২৮ এপ্রিল ২০২৫

ভারতের দিকে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে পাকিস্তান!

ছবি: সংগৃহীত।

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক বন্দুকধারী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পারমাণবিক শক্তিধর এই দুটি প্রতিবেশী দেশ ইতোমধ্যে প্রতিশোধমূলক বেশকিছু পদক্ষেপ নিয়েছে এবং সীমান্তে সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী। তিনি জানিয়েছেন, ভারতকে লক্ষ্য করে ১৩০টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।

হানিফ আব্বাসী বলেন, "আমরা শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রেখেছি, যেগুলো হিন্দুস্তানের উদ্দেশ্যেই মোতায়েন করা হয়েছে। এই ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবল প্রদর্শনীর জন্য নয়; পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো স্থাপন করা হয়েছে, তার কোনো ধারণাই তোমাদের নেই।"

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন হানিফ আব্বাসী।

তিনি আরও বলেন, "এসব ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র—শাহীন ও ঘোরি—শোকেসে সাজিয়ে রাখিনি। এগুলো সরাসরি তোমাদের দিকেই তাক করা আছে, অন্য কারও দিকে নয়।"

হুঁশিয়ারি উচ্চারণ করে হানিফ আব্বাসী আরও বলেন, যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোর পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে, তাহলে পাকিস্তান ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ জন্য প্রস্তুত থাকবে।
 

সায়মা ইসলাম

×