ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

অভিবাসী আটক কেন্দ্রে শিশুদের মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতি: হার্ভার্ডের গবেষণা

প্রকাশিত: ২১:১৩, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:১৪, ২৮ এপ্রিল ২০২৫

অভিবাসী আটক কেন্দ্রে শিশুদের মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতি: হার্ভার্ডের গবেষণা

ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) পরিচালিত অভিবাসী আটক কেন্দ্রে থাকা শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যা নির্ণয়, চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা প্রদান যথাযথভাবে করা হচ্ছে না—হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের বিশেষজ্ঞদের পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণাটি চলতি বছরের ৩ মার্চ দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ–আমেরিকাস জার্নালে প্রকাশিত হয়। হার্ভার্ড চ্যান স্কুলের ফ্রঁসোয়া-জাভিয়ে বাগনোড সেন্টার ফর হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস-এর গবেষক ডেনিস কুনিচফ, মার্গারেট সুলিভান এবং ভাসিলেইয়া ডিজিডিকি গবেষণার সহ-লেখক ছিলেন।

গবেষকরা 'রেইসেস' (RAICES) নামক একটি অলাভজনক সংস্থার সহযোগিতায় এই গবেষণা পরিচালনা করেন, যারা অভিবাসন কেন্দ্রে থাকা আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের আইনি সহায়তা প্রদান করে। তাঁরা ২০১৮ সালের জুন থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত টেক্সাসের কার্নেস ফ্যামিলি ডিটেনশন সেন্টারে আটক ১৬৫ জন শিশুর চিকিৎসা নথি বিশ্লেষণ করেন। গবেষণায় দেখা যায়, ওই কেন্দ্রে শিশুদের মানসিক স্বাস্থ্যসেবায় নানামুখী ঘাটতি রয়েছে। উদাহরণস্বরূপ, মানসিক স্বাস্থ্য যাচাইয়ে একটি 'অপ্রমাণিত' স্ক্রিনিং টুল ব্যবহার করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রে শিশুদের চিকিৎসা প্রথার মানদণ্ড অনুযায়ী যথাযথ নয়।

১৬৫ জন শিশুর মধ্যে স্ক্রিনিংয়ের মাধ্যমে মাত্র দুজনের (১ শতাংশ) মানসিক চাপের কোনো লক্ষণ শনাক্ত করা হয়। অথচ যুক্তরাষ্ট্রের অভিবাসী শিশুদের মধ্যে সাধারণত ১৫-২০ শতাংশের বিষণ্ণতা, উদ্বেগ এবং পিটিএসডি (PTSD) লক্ষণ দেখা যায় বলে জানা আছে।

গবেষকরা মন্তব্য করেন, এই তথ্য আরও উন্নত এবং নির্ভরযোগ্য মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং টুল ব্যবহারের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

তাঁরা গবেষণা প্রতিবেদনে লেখেন, "আমাদের অনুসন্ধানগুলো সময়োপযোগী, বয়সোপযোগী এবং মানসম্মত মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং, ব্যবস্থাপনা এবং পরিচর্যার সীমিত প্রাপ্তির প্রমাণ দেয়। প্রয়োজনীয় সেবা ছাড়া এই শিশুরা দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক চাপ এবং বিকাশগত সমস্যার ঝুঁকিতে রয়েছে।"

গবেষকরা অভিবাসী শিশুদের সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনে নির্ধারিত স্বাস্থ্যসেবা মানদণ্ড অনুযায়ী আইসিই-কে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

তাঁরা শিশুদের আটক কেন্দ্রে থাকার সময়সীমা কমানো, মানসিক স্বাস্থ্যসেবার অধিকার রক্ষায় আইনি তদারকি বৃদ্ধি ও কার্যকর করা এবং নিরাপত্তা-কেন্দ্রিক দায়িত্ব ছাড়িয়ে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ভূমিকা বিস্তারের সুপারিশ করেন।

তবে গবেষকদের চূড়ান্ত সুপারিশ হলো, শিশুদের আটক রাখার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা। তারা লেখেন, "শিশুদের সুরক্ষায় আমাদের প্রতিশ্রুতি বজায় রাখতে হলে শিশু অভিবাসীদের আটককরণ বন্ধ করে এমন সংস্থার অধীনে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, যারা তাদের প্রয়োজন মেটাতে সক্ষম।"

 

সূত্র: https://hsph.harvard.edu/news/childrens-mental-health-care-lacking-in-migrant-detention-centers-study-finds/

রবিউল হাসান

×